Kali Linux Command By Leo Pinjor

কালি লিনাক্স কমান্ড 

Kali Linux Command



হ্যাকিং এর জন্য যেমন কালি লিনাক্সের কোনো বিকল্প নেই তেমনি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে কালি লিনাক্স কমান্ডস। এই আর্টিকেলে আমরা কালি কমান্ডস নিয়ে বিস্তারিত আলোচনা করব।


uname Command

uname কমান্ডের মাধ্যমে আপনার অপারেটিং সিস্টেম ও সিস্টেম হার্ডওয়ার সম্পর্কে বেসিক তথ্য সমূহ দেখতে পাবেন। uname -a কমান্ডের মাধ্যমে Kernel Name, Node Name, Kernel Release, Kernel Version, Machine, Processor, Hardware Platform এবং Operating system সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হেল্পের জন্য uname — help লিখে এন্টার দিতে হবে।

Command: uname -a | Help: uname --help

users Command

সিস্টেমে কোন ইউজার লগিন নিয়েছে তা জানার জন্য users কমান্ডটি ব্যবহার করা হয়।

Command: users
Image for post

whoami Command

whoami কমন্ডটি মূলত ইউজার আইডি চেক করার জন্য ব্যবহৃত হয়। হেল্পের জন্য whoami — help কমান্ড ব্যবহার করে বিস্তারিত জানতে পারবেন।

Command: whoami | Help: whoami --help
Image for post

arch Command

কম্পিউটারের আর্কিটেকচার সম্পর্কে জানার জন্য arch কমান্ড ব্যবহার করা হয়। এই কমান্ডটি i386, i486, i586, alpha, arm, m68k, mips, sparc, x86_64 এইরকম জিনিস প্রিন্ট করবে, আপনার কম্পিউটারের ধরন অনুযায়ী।

Command: arch
Image for post

date Command

ডেইট কমান্ড ব্যবহার করা হয় তারিখ ও সময় দেখার জন্য। লিনাক্স টার্মিনালে date লিখে এন্টার ক্লিক করলে বর্তমান সিস্টেম সময় ও তারিখ দেখাবে। এমনকি সপ্তাহ, মাস, টাইমজোন ও বছরের তথ্য দেখাবে।

Command: date
Image for post

আপনি চাইলে কাস্টম তারিখ ও সময় সেট করে দিতে পারেন নিচের কমান্ড ব্যবহার করে।

Command: date --set='2 Apr 2020 18:10'

Date কমান্ড নিয়ে বিস্তারিত তথ্য ও হেল্পের জন্য date — help কমান্ড ব্যবহার করে জানতে পারবেন।

cal Command

cal কমান্ড দিয়ে বর্তমান মাসের একটি ফরম্যাট টার্মিনালে প্রিন্ট করানো যায়। লিনাক্স টার্মিনালে cal লিখে এন্টার ক্লিক করলে বর্তমান মাসের একটি ফরম্যাট লিনাক্স টার্মিনালে প্রিন্ট হবে।

Command: cal
Image for post

pwd Command

pwd এর মানে হচ্ছে “Print Working Directory” অর্থাৎ আমরা লিনাক্সের কোন ফোল্ডার বা জায়গায় অবস্থান করছি তা জানার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়।

Command: pwd
Image for post

ls Command

ls কমান্ড হচ্ছে লিনাক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি কমান্ড। ls কমান্ড এর মাধ্যমে কোনো ফোল্ডারের যত ফাইল, ডিরেক্টরি রয়েছে তা সহজেই খুঁজে বের করা যায়।

Command: ls
Image for post

কোনো ডিরেক্টরির সব হিডেন ফাইল বের করার জন্য ls এর সাথে -a যুক্ত করে অর্থাৎ ls -a কমান্ডটি ব্যবহার করতে হবে। হেল্পের জন্য টার্মিনালে ls — help লিখলে বিস্তারিত তথ্য চলে আসবে।

Command: ls -a | Help: ls --help

cd Command

cd এর মানে হচ্ছে “Change Directory” অর্থাৎ আমাদের সবসময় এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যেতে হয় মানে সুইচিং করতে হয়। এই সুইচিং বা ডিরেক্টরি পরিবর্তন করার জন্য cd কমান্ড ব্যবহার করা হয়। আর পূর্বের ডিরেক্টরিতে ফিরে যাওয়ার জন্য cd .. (ডট ডট) ব্যবহার করা হয়।

Command: cd
Image for post

mkdir Command

mkdir কমান্ড দিয়ে নতুন একটি ডিরেক্টরি তৈরি করা হয়। লিনাক্সে কাজ করার সময় আমাদের প্রায়ই নতুন নতুন ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করতে হয় আর এই জন্য mkdir কমান্ডটি ব্যবহার করতে হয়। নিচে mkdir এরপর স্পেস দিয়ে Papel নামে একটি ডিরেক্টরি তৈরি করা হয়েছে।

Command: mkdir Papel
Image for post

cat Command

কোনো ফাইলের ভিতরে কি টেক্সট বা লেখা আছে, তা জানার জন্য cat কমান্ডটি ব্যবহার করা হয়। আর কোনো ফাইল তৈরি করার জন্য cat > (filename) কমান্ডটি ব্যবহৃত হয়।

Command: cat papel.txt
Image for post

cp Command

লিনাক্সে কোনো কিছু কপি করার জন্য cp কমান্ডটি ব্যবহৃত হয়। cp কমান্ডের পর ফাইল বা ডিরেক্টরির নাম এরপর ঐ ফাইলটির ডেস্টিনেশন পাথটি দিয়ে এন্টার দিলেই ফাইলটি কপি হয়ে যাবে। হেল্পের জন্য cp — help লিখে এন্টার দিতে হবে।

Command: cp | Help: cp --help
Image for post

mv Command

লিনাক্সে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য mv কমান্ড ব্যবহার করা হয়।

Command: mv file (destination path)
Image for post

rm Command

লিনাক্সের কোনো কিছু রিমুভ বা ডিলেট করার জন্য rm কমান্ড ব্যবহার করা হয়। হেল্পের জন্য rm — help লিখে এন্টার দিতে হবে। প্রথমে rm লিখে তারপর ফাইলটির নাম দিলেই ফাইলটি রিমুভ হয়ে যাবে। যেমন-

Command: rm papel.txt | Help: rm --help
Image for post

uptime Command

আপনার ব্যবহৃত সিস্টেমটি কতক্ষণ ধরে চালু আছে, তা জানার জন্য uptime কমান্ডটি ব্যবহার করা হয়। সময়টা হিউম্যান-রিডেবল ফরম্যাটে দেখতে চাইলে uptime -p কমান্ডটি ব্যবহার করতে হবে। হেল্পের জন্য uptime — help লিখে এন্টার দিতে হবে।

Command: uptime -p | Help: uptime --help
Image for post

sort Command

কোনো ফাইলের কনটেন্টকে লাইন-বাই-লাইন সর্টিং এর জন্য sort কমান্ডটি ব্যবহার করা হয়। রিভার্স সর্টিং এর জন্য sort -r ব্যবহার করা হয়। হেল্পের জন্য sort — help লিখে এন্টার দিতে হবে।

Command: sort (file) | Help: sort --help
Image for post

free Command

আমাদের লিনাক্স মেশিনে কি পরিমান র‍্যাম খালি রয়েছে এবং কি পরিমান পিজিক্যাল মেমোরি ব্যবহৃত হয়েছে ইত্যাদি তথ্য পাওয়া যাবে free কমান্ড ব্যবহার করে। হেল্পের জন্য free — help লিখে এন্টার দিতে হবে।

Command: free | Help: free --help
Image for post

dig command

কালি লিনাক্স টার্মিনালের মাধ্যমে কোনো ওয়েবসাইটের DNS lookup চেক করার জন্য dig কমান্ডটি ব্যবহার করা হয়। dig এর মানে হচ্ছে Domain Information Groper.

Command: dig (site)
Image for post

echo command

কালি লিনাক্সের খুবই গুরুত্বপুর্ন এই echo কমান্ডটি। এটি কোনো মেসেজ প্রিন্ট বা আউটপুট দেখানোর জন্য ব্যবহৃত হয়।

Command: echo (your message)
Image for post

apt-get command

apt-get হল একটি প্যাকেজ ম্যানেজার যা প্যাকেজ ইনস্টল, অপসারণ, শুদ্ধিকরণ এবং আপডেট করতে ব্যবহৃত হয়। apt-get লিনাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ন একটি কমান্ড।

Command: apt-get (update/upgrade/install)
Image for post

useradd command

কালি লিনাক্সে নতুন কোনো ইউজার একাউন্ট সংযুক্ত করার জন্য useradd কমান্ড ব্যবহার করা হয়। প্রথমে useradd লিখে স্পেস দিয়ে ইউজার নাম দিয়ে এন্টার দিতে হবে। তারপর পাসওয়ার্ড এর অপশন এর জন্য passwd কমান্ড লিখে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলেই নতুন একাউন্ট তৈরি হয়ে যাবে।

Command: useradd PapelCommand: passwd papel
Image for post

passwd command

আপনার কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের যেকোনো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই passwd কমান্ডটি ব্যবহৃত হয়ে থাকে। লিনাক্স টার্মিনালে passwd লিখে এন্টার দিলে প্রথমে New password: এর অপশন আসবে, যেখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে তারপর এন্টার দিলে পুনরায় Retype new password: আসবে তারপর আবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে এন্টার দিলেই নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।

Command: passwdNew password: (your password)Retype New password: (your password)
Image for post

unzip command

কালি লিনাক্সে অনেক ফাইল জিপ ফাইল অবস্থায় থাকে আর এই সকল ফাইলকে আনজিপ করার জন্য unzip কমান্ডটি ব্যবহার করা হয়। আবার কোনো ফাইলকে জিপ ফাইল বানানোর জন্য zip কমান্ড ব্যবহার করা হয়।

Command: unzip papel.zipCommand: zip papel.txt sajib.txt hello.txt
Image for post

history Command

আমাদের লিনাক্স টার্মিনাল ব্যবহার করে যত কমান্ড দিয়ে কাজ করা হয়েছে, তা একসাথে দেখার জন্য history কমান্ড ব্যবহার করা হয়।

Command: history
Image for post

clear command

আমাদের কালি লিনাক্স টার্মিনাল স্ক্রিনের পূর্বের সকল কমান্ড ও আউটপুট মুছে ফেলার জন্য clear কমান্ড ব্যবহার করা হয়।

Command: clear
Image for post

Comments

Popular posts from this blog

কালি লিনাক্স ওভারভিউ