কালি লিনাক্স ওভারভিউ
এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্সঃ কালি লিনাক্স ওভারভিউ | কেন হ্যাকারের কাছে এটি অল-ইন-ওয়ান সলিউশন? by Leo Pinjor যারা হ্যাকিং শব্দটির সাথে মোটামুটি জড়িত রয়েছেন, তারা নিশ্চয় জানেন, হ্যাকিং করার জন্য অনেক টাইপের টুলসের প্রয়োজন পড়ে। এখন, প্রত্যেকটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাইপের টুল রয়েছে, কিছু টুল সিঙ্গেল কাজ করতে পারে আবার কিছু টুল মাল্টি কাজ করতে পারে। এখন প্রত্যেকটি টুল একটি একটি করে খুঁজে বের করে ইন্সটল করা বা প্রথমত টুলের নাম খুঁজে বেড় করা অনেক সময় সাপেক্ষ কাজ, আর সত্যি বলতে যারা কেবল হ্যাকিং শিখতে আরম্ভ করেছেন তাদের কাছে অনেক কষ্টের কাজও বটে। এ ক্ষেত্রেই চলে আসে কালি লিনাক্স এর প্রয়োজনীয়তা, যেটাকে সকল হ্যাকিং/সিকিউরিটি টুলকিটের মাদার বলতে পারেন। কালি নিলাক্স (Kali Linux) — একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন, আর এর প্রধান ফোকাস হচ্ছে সিকিউরিটি। একবার এই জেটপ্যাক আপনার সিস্টেমে ইন্সটল করে নিলে, সবকিছু বিল্ডইনভাবে পেয়ে যাবেন। এতে ৩০০+ হ্যাকিং টুল প্রি-ইন্সটল রয়েছে এবং বলতে পারেন হ্যাকারদের জন্য আলট্রা উপযোগী করে বানানো হয়েছে এর ইউজার ইন্টারফেস। আলাদা...