Posts

Showing posts from 2021

কালি লিনাক্স ওভারভিউ

Image
  এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্সঃ কালি লিনাক্স ওভারভিউ | কেন হ্যাকারের কাছে এটি অল-ইন-ওয়ান সলিউশন?   by   Leo Pinjor যারা হ্যাকিং শব্দটির সাথে মোটামুটি জড়িত রয়েছেন, তারা নিশ্চয় জানেন, হ্যাকিং করার জন্য অনেক টাইপের টুলসের প্রয়োজন পড়ে। এখন, প্রত্যেকটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাইপের টুল রয়েছে, কিছু টুল সিঙ্গেল কাজ করতে পারে আবার কিছু টুল মাল্টি কাজ করতে পারে। এখন প্রত্যেকটি টুল একটি একটি করে খুঁজে বের করে ইন্সটল করা বা প্রথমত টুলের নাম খুঁজে বেড় করা অনেক সময় সাপেক্ষ কাজ, আর সত্যি বলতে যারা কেবল হ্যাকিং শিখতে আরম্ভ করেছেন তাদের কাছে অনেক কষ্টের কাজও বটে। এ ক্ষেত্রেই চলে আসে কালি লিনাক্স এর প্রয়োজনীয়তা, যেটাকে সকল হ্যাকিং/সিকিউরিটি টুলকিটের মাদার বলতে পারেন। কালি নিলাক্স  (Kali Linux) — একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন, আর এর প্রধান ফোকাস হচ্ছে সিকিউরিটি। একবার এই জেটপ্যাক আপনার সিস্টেমে ইন্সটল করে নিলে, সবকিছু বিল্ডইনভাবে পেয়ে যাবেন। এতে ৩০০+ হ্যাকিং টুল প্রি-ইন্সটল রয়েছে এবং বলতে পারেন হ্যাকারদের জন্য আলট্রা উপযোগী করে বানানো হয়েছে এর ইউজার ইন্টারফেস। আলাদা...

Kali Linux Command By Leo Pinjor

Image
কালি লিনাক্স কমান্ড  Kali Linux Command হ্যাকিং এর জন্য যেমন কালি লিনাক্সের কোনো বিকল্প নেই তেমনি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে কালি লিনাক্স কমান্ডস। এই আর্টিকেলে আমরা কালি কমান্ডস নিয়ে বিস্তারিত আলোচনা করব। uname Command uname  কমান্ডের মাধ্যমে আপনার অপারেটিং সিস্টেম ও সিস্টেম হার্ডওয়ার সম্পর্কে বেসিক তথ্য সমূহ দেখতে পাবেন।  uname -a  কমান্ডের মাধ্যমে Kernel Name, Node Name, Kernel Release, Kernel Version, Machine, Processor, Hardware Platform এবং Operating system সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হেল্পের জন্য  uname — help  লিখে এন্টার দিতে হবে। Command: uname -a | Help: uname --help users Command সিস্টেমে কোন ইউজার লগিন নিয়েছে তা জানার জন্য  users  কমান্ডটি ব্যবহার করা হয়। Command: users whoami Command whoami  কম া ন্ডটি মূলত ইউজার আইডি চেক করার জন্য ব্যবহৃত হয়। হেল্পের জন্য  whoami — help  কমান্ড ব্যবহার করে বিস্তারিত জানতে পারবেন। Command: whoami | Help: whoami --help arch Command কম্পিউট...